৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান

প্রতিদিনের ডেস্ক
আগামী সপ্তাহে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট প্রধান মারগ্রেথ ভেস্তাগার। এদের মধ্যে ব্রডকম, এনভিডিয়া, অ্যাপল ও অ্যালফাবেটও রয়েছে। খবর রয়টার্স।আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সম্প্রতি ভেস্তাগারের যোগাযোগ পরামর্শবিষয়ক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
লুক্সেমবার্গভিত্তিক ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর নিজের পুরনো কাজে ফিরে আসেন ভেস্তাগার। এর মাসখানেক পরই এ বৈঠকের ঘোষণা এল। তবে এবারের মেয়াদে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালানোর ক্ষেত্রে তিনি আরো কঠোর অবস্থান নেবেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ভেস্তাগারের পরামর্শক ক্রিস্টিনা হোম আইবার্গ বলেন, ‘‌সানফ্রান্সিসকোর পালো আল্টো শহরে অ্যাপল সিইও টিম কুক, অ্যালফাবেট সিইও সুন্দার পিচাই ও সিএলও কেন ওয়াকার, ব্রডকমের সিইও হক ট্যান ও এনভিডিয়ার সিইও জেনসেনের সঙ্গে দেখা করবেন ভেস্তাগার।’
এছাড়া ওপেনএআইয়ের প্রযুক্তিপ্রধান মিরা মুরাটি ও পরিকল্পনা প্রধান জেসন কুওনের সঙ্গেও দেখা করবেন তিনি। রয়টার্স বলছে, এ বৈঠকের মূল মনোযোগ থাকবে ইউরোপের ডিজিটাল নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা-সংশ্লিষ্ট নীতিমালার ওপর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়