৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফিরলেন ডি ব্রুইনা, ম্যানসিটির বড় জয়

প্রতিদিনের ডেস্ক
এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান এই ফরোয়ার্ডের ফেরার দিনে দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানসিটি।রবিবার (৭ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার বাহিনী।
শুরু থেকেই দাপট নিয়ে লড়তে থাকে সিটিজেনরা। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে ফিল ফোডেনের গোলে লিড পায় ম্যানসিটি। ম্যাচের খানিকটা সময় পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ম্যানুয়েল আকাঞ্জি। তবে ফোডেনের দারুণ ফিনিশিং আর ব্রুইনার মাঠে ফেরা ম্যানসিটি সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসায়।
ম্যাচের ৩৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫৮তম মিনিটে হাডার্সফিল্ড ডিফেন্ডার বেন জ্যাকসনের ভুলে আত্মঘাতী গোল পায় ম্যানসিটি। ম্যাচের ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আদায় করেন ফোডেন। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে হাডার্সফিল্ডের জালে শেষ বলটি জড়ান জেরেমি ডকু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়