১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন নবনির্বাচিত আজিজুল ইসলাম

আবু হুরাইরা রাসেল, কেশবপুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন যশোর -৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য খন্দকার আজিজ। জিয়ারতকালে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, আব্দুল্লাহ আল ফুয়াদ, মেহেদী হাসান জাহিদ ছাড়াও পৌর ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল প্রতীকে ৪৮,৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার ৩৯,২৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমীর হোসেন কাঁচি প্রতীকে ১৭,২০৯ ভোট এবং জাতীয় পার্টির জি এম হাসান নাঙ্গল প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়