প্রতিদিনের ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল। এদিন সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গেছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। মিম বলেন, গত ৫ই জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি। ভোট দিতেই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার হিসেবে ভোট দিয়েছি।