৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মিক্সড রিয়ালিটি ডিভাইসের জন্য কোয়ালকমের নতুন চিপ

প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোনের জন্য মূলত প্রসেসর তৈরি করে থাকে কোয়ালকম। এবার ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি হেডসেটের জন্য নতুন চিপ উন্মোচন করেছে কোম্পানিটি। এটি স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২ নামে এসেছে। খবর টেকটাইমস।
কোয়ালকম টেকনোলজিস এক্সআরের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হুগো সোয়ার্ট বলেন, ‘স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২ প্রসেসর এক্স আরের কার্যক্ষমতা ও বিনোদনকে অন্য পর্যায়ে নিয়েছে। এটি ব্যবহারকারীদের উন্নত রেজল্যুশনের ছবি দেখার অভিজ্ঞতা দেবে।’
কোম্পানির দাবি নতুন চিপটি ১২ বা তার বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা পরিচালনায় সক্ষম। বাজার বিশ্লেষকদের মতে, স্যামসাং ইলেকট্রনিকস ও গুগল তাদের পণ্যে এ চিপ ব্যবহার করতে পারে। এক বিবৃতিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২ চিপের সক্ষমতার বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে হেডসেটের প্রতি লেন্সে ৪.৩কে রেজল্যুশন দেয়ার সক্ষমতার বিষয়টি অন্যতম।
নতুন চিপটি এক্সআর (এক্সটেন্ডেড রিয়ালিটি) অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এটি গ্রাফিকস প্রসেসিং ইউনিট ও সিপিইউর ফ্রিকোয়েন্সি যথাক্রমে ১৫ ও ২০ শতাংশ বৃদ্ধিও করবে বলে দাবি কোয়ালকমের। স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট ও টেকনোলজি স্ট্র্যাটেজি টিমের প্রধান ইনক্যাং সং জানান, গ্যালাক্সি ব্যবহারকারীদের উন্নত এক্সআর অভিজ্ঞতার উন্নয়নে কোম্পানি সচেষ্ট। অন্যদিকে গুগলের অগমেন্টেড রিয়ালিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২-এর সুবিধার বিষয়ে আশা প্রকাশ করেন। চিপের পাশাপাশি কোয়ালকম টেকনোলজিস নতুন এমআর ও ভিআর রেফারেন্স ডিজাইনও নিয়ে এসেছে, যা ভোক্তা পণ্যে যুক্ত করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়