প্রতিদিনের ডেস্ক
প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে লেখা সম্পাদনায় উইন্ডোজের সঙ্গী ছিল ওয়ার্ডপ্যাড। মাইক্রোসফট ওয়ার্ডের পরিবর্তে সহজে লেখা সংরক্ষণে অনেকে ওয়ার্ডপ্যাড ব্যবহার করত। উইন্ডোজ ১১ থেকে অ্যাপটি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি। খবর টেকটাইমস।
উইন্ডোজ ১১ ইনসাইডার বিল্ড ২৬০২০-এ ওয়ার্ডপ্যাড যুক্ত করেনি মাইক্রোসফট। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম থেকে পরিপূর্ণভাবে এটি সরিয়ে দেয়ার পরিকল্পনাও গ্রহণ করেছে কোম্পানিটি। সূত্রের তথ্যানুযায়ী, স্ট্যাবল ভার্সন সবার জন্য চালুর পর ব্যবহারকারীরা চাইলেও আর অফিশিয়াল চ্যানেল থেকে প্রোগ্রামটি পুনরায় ইনস্টল করতে পারবে না। উইন্ডোজ ইনসাইডার ব্লগে দেয়া এক ঘোষণায় পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে। এছাড়া সেখানে উইন্ডোজ ১১ ইনসাইডার বিল্ড ২৬০২০তে আরো কিছু ফিচার যুক্তের বিষয়ে জানানো হয়েছে। এর মধ্যে উন্নত ভয়েস অ্যাকসেস টুল ও টেক্সট-টু-স্পিচ ভয়েস রয়েছে। ব্লগপোস্টে বলা হয়, নতুন অপারেটিং সিস্টেমে ওয়ার্ডপ্যাড ও পিপল অ্যাপ প্রিবিল্ট হিসেবে থাকবে না। এছাড়া ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ওয়ার্ডপ্যাডকে পরিপূর্ণভাবে সরিয়ে দেয়া হবে এবং চাইলেও সিট আর ইনস্টল করা যাবে না।
প্রযুক্তিবিশারদদের মতে, দীর্ঘ সময় ধরে ওয়ার্ডপ্যাডে কোনো আপডেট দেয়া হয়নি, তাই এর অপসারণ চমকে যাওয়ার মতো বিষয় নয়।