২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

খুলনার নবনির্বাচিত ৬ সংসদ সদস্যকে খুবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

খুবি সংবাদদাতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে নারায়ন চন্দ্র চন্দ এবং খুলনা-৬ আসনে মো. রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীবৃন্দ সংসদ সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন; তাঁদের এই বিজয় খুলনার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে অতীতের ন্যায় সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তাঁদের নেতৃত্বে বৃহত্তর খুলনা নগরী ও জেলা উন্নয়নের দিকে আরও বেশি ধাবিত হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়