প্রতিদিনের ডেস্ক:
চার বছরের সন্তানকে খুন করে পালানোর চেষ্টা, মা গ্রেফতার
নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক মা। এই ঘটনাটি ঘটেছে ভারতের গোয়ায়। পুলিশের ধারণা ছেলেকে গোয়ায় খুন করে ৩৯ বছরের মা সূচনা শেঠ ট্যাক্সিতে বেঙ্গালুরুতে ফিরছিলেন। তার মধ্যেই এই ঘটনার কথা জানাজানি হয়ে যায়। পুলিশ ওই নারীর ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে। তিনিই কর্নাটকের চিত্রদুর্গা জেলার একটি থানায় নিয়ে যান ট্যাক্সি। পুলিশের তল্লাশিতে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ছেলের মরদেহ। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে।