২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ডিজাইনড ফর গেমিং সেন্টার প্রোগ্রাম চালু করবে স্যামসাং

প্রতিদিনের ডেস্ক
বিভিন্ন পণ্য বা ডিভাইসের জন্য ডিজাইনড ফর স্যামসাং গেমিং হাব নামের প্রোগ্রাম চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। গেমিং অ্যাকসেসরিজ উৎপাদনকারীদের সঙ্গে কাজ করার জন্য এটি চালু করা হয়েছে। খবর গিজমোচায়না।
স্যামসাংয়ের ডিভাইসগুলোয় বিভিন্ন অ্যাপ ও গেম যেন ভালোভাবে চলে, গুণগত মান যেন ধরে রাখা যায় এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। স্যামসাংয়ের গেমিং হাবটি ক্লাউডভিত্তিক গেমিং প্লাটফর্ম। এর মাধ্যমে কোনো কম্পিউটার বা গেমিং কনসোল ছাড়াই গেমাররা স্যামসাং টেলিভিশনে বিভিন্ন গেম খেলতে পারবে। গেম খেলার পাশাপাশি এখানে এক্সবক্স গেম পাস, অ্যামাজন লুনা, বুস্টারয়েড, ব্ল্যাকনাট, ইউটোমিক, জিফোর্স নাও ও অ্যান্টস্ট্রিম আরকেডসহ বিভিন্ন মাধ্যমে গেম স্ট্রিমিংও করা যাবে। এছাড়া এতে ইউটিউব, স্পটিফাই ও টুইচসহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্ম ব্যবহারের সুবিধাও রয়েছে। পারফরম্যান্স ডিজাইনড প্রডাক্টসের (পিডিপি) সঙ্গে চুক্তির মাধ্যমে রিপ্লে মিডনাইট ব্লু নামের গেম কন্ট্রোলারও তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। কনজ্যুমার ইলেকট্রনিক শো ২০২৪-এ ডিভাইসটি দেখানো হবে বলে সূত্রে জানা গেছে। গেমিং কন্ট্রোলারটি ব্যবহারকারীদের ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি স্যামসাংয়ের। এছাড়া এতে লো-ল্যাটেন্সি ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। ফলে গেম খেলার সময় কানেকশন ছেড়ে দেয়ার মতো কোনো সমস্যা তৈরি হবে না। কন্ট্রোলারটি দাম ৪৯ ডলার ৯৯ সেন্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়