১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

পর্যবেক্ষকরা পজিটিভ মন্তব্য দিয়েছেন, আমাদের কী বলার আছে?

প্রতিদিনের ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের এ নির্বাচন নিয়ে যারা ভিন্নতার বক্তব্য দিচ্ছেন, তারা তাদের দেশ থেকে যে পর্যবেক্ষক এসে পজিটিভ মন্তব্য দিয়েছেন তা দেখুক। সেখানে আমাদের আর কি বলার আছে?
তিনি বলেন, যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল এ দেশের জনগণ তাদের বর্জন করেছে। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। অপরাজনীতির জন্য বিএনপি আরও জনবিচ্ছিন্নতার মাত্রাকে বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ কথা বলেন।
১০ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করতে এ যৌথসভা করা হয়।
এসময় তিনি বলেন, আগামীতে সমস্ত অপশক্তিকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়