খুবি সংবাদদাতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়নের পক্ষে অকুণ্ঠ সমর্থন। চলমান সর্বাত্মক উন্নয়ন অভিযাত্রায় এ বিজয় এগিয়ে যাওয়ার সংকল্প। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘গত দেড় দশক ধরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এক নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। ন্যায়, সমতা, শান্তি ও প্রগতির পক্ষে সুষ্পষ্ট এ গণরায় বঙ্গবন্ধুর দেখানো পথে দেশকে এগিয়ে নেওয়ার এক অনির্বাণ প্রেরণা হিসেবে কাজ করবে।’