প্রতিদিনের ডেস্ক
পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। সোমবার (৮ জানুয়ারি) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই বছরের মাঝামাঝি ইউরোপিয়ান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন ম্যাক্রোঁ। সে কারণেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন এলিজাবেথ। এলিজাবেথকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁ তার এক্স বার্তায় লিখেছেন, ‘ম্যাডাম প্রধানমন্ত্রী; প্রিয় এলিজাবেথ, দেশের স্বার্থে আপনার কাজ দৃষ্টান্তমূলক। সরকারে থেকে দায়িত্ব পালনের সময় প্রতিটি পদক্ষেপ আপনি নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, আপনাকে ধন্যবাদ।’ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নকে নিযুক্ত করেন ম্যাক্রো। ফ্রান্সের ইতিহাসে এলিজাবেথ দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঙ্কোয়া মিট্টেরান্ড। এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল ( ৩৪) এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু (৩৭ )। এ ছাড়া অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ের এবং সাবেক কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরম্যান্ডির নামও প্রধানমন্ত্রী পদের জন্য শোনা যাচ্ছে।