৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বিয়ে করছেন বিজয়-রাশমিকা

প্রতিদিনের ডেস্ক
তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। জানা গেছে, এই দুই তারকা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তারা করতে পারেন বাগদান। তবে সবকিছুই হবে খুব গোপনে; একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে। আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সামাজিক মাধ্যমে। এর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ এ রাশমিকা প্রসঙ্গে বিজয় বলেছিলেন, আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমরা দুটি সিনেমা একসঙ্গে করেছি। ও আমার সত্যি খুব প্রিয়, আমি ওকে পছন্দও করি। আমরা দুজন সত্যিই খুব ভালো বন্ধু।
তবে বিজয় যতই রাশমিকাকে বন্ধু বলে দাবি করুক না কেন, ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রচারে রণবীর কাপুর প্রকাশ্যেই মজা করেছিলেন দুজনের সম্পর্ক ঘিরে।
‘আনস্টপেবল উইথ এনবিকে’ নামের একটি টক শোতে একসঙ্গে হাজির হয়েছিল ‘অ্যানিম্যাল’র টিম। আর সেখানেই ছবির নায়িকা রাশমিকার সঙ্গে মজা শুরু করেন রণবীর।বিজয়-রাশমিকার সম্পর্কের গুঞ্জনে হাওয়া লেগেছিল ২০২২ সালের আগস্ট মাসে। তখন দুজনে একইসময়ে মালদ্বীপে গিয়েছিলেন।
এমনকি মুম্বাই এয়ারপোর্টে প্রায় একইসময়ে পরপর দেখা দিয়েছিলেন। এর কদিন পর দুজনেই মালদ্বীপ থেকে ছবি শেয়ার করতে শুরু করেন। দুই তারকার ভক্তরাও এরপর আর দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়