প্রতিদিনের ডেস্ক
টলিপাড়ায় কয়েক মাস ধরেই একের পর এক বিয়ের সানাই বাজছে। পরমব্রত-পিয়া থেকে শুরু করে সৌরভ-দর্শনার বিয়ে সমপ্রতি শেষ হয়েছে। নতুন বছর শুরুতে আবারো বিয়ের আয়োজন। সত্যম ভট্টাচার্য। বল্লভপুরের রূপকথার রাজা ভূপতি রায় হিসেবেই সকলের কাছে পরিচিত তিনি। আগামী ২২শে জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতি সিনহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা। সত্যম এবং শাশ্বতির আট বছর সম্পর্ক।