মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকার ২০ কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-আনন্দবাস গ্রামের কিয়ামত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ফেরদোস আলী (৫০), আল মাজুল মোল্লার ছেলে আকাশ (২৫), মৃত বক্স বিশ্বাসের ছেলে টুকু বিশ্বাস (৪০), সিরাজুল ইসলামের ছেলে হাসিব (১৩), আলতাব হোসেনের ছেলে অন্তর (১৬), ফজলু মোল্লার ছেলে আব্দুল হামিদ (৩২), মৃত জিরোত আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মৃত ওসমানের ছেলে আয়াত আলী (৪৫), নঈমুদ্দীন মোল্লার ছেলে নাহিদুল ইসলাম (৫৯), আয়ূব হোসেনের ছেলে নাহিদুল ইসলাম (৩৫) ওয়াজ কুরুনির ছেলে পিয়াস (২৫), মৃত শওকত আলীর ছেলে আলী ইয়াছিনসহ (৫০) ২৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে আনন্দবাস গ্রামে মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের কর্মীরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে যায়। সেখানে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে চড়-থাপ্পড় দেন নৌকার কর্মীরা। এতে ক্ষিপ্ত হন স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আশপাশের বাড়ির ছাদ থেকে নৌকার কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ অবস্থায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নৌকার ২০ কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলীসহ তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। উভয়পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।