প্রতিদিনের ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনেত্রীকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যময় চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমাটিতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হচ্ছেন ক্যাটরিনা। কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এতে প্রথমবার জুটি বেঁধে আসছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। সমপ্রতি মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে ঘটা করে সিনেমার গান মুক্তি দেয়া হয়। অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ বলেন, শ্রীরাম স্যার আর বিজয় স্যারের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলাম। বিজয় স্যার একটা দৃশ্য নিয়ে কথা বলছিলেন, আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম
আমার তখন মনে হয়েছিল, এ মানুষটির কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর শ্রীরাম স্যার যাই করেন, অন্য রকম হয়। শ্রীরাম রাঘবনের প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, শ্রীরাম স্যার সিনেমার গল্পকে এমনভাবে দেখেন, যেভাবে তিনি মানুষকে দেখেন। এই সিনেমাকে ঘিরে আমার জার্নিটা আলাদা। এই সিনেমার কাহিনী শোনামাত্রই আমি হারিয়ে গিয়েছিলাম। এটা শ্রীরাম রাঘবনের সিনেমা, তাই এর সঙ্গী হওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম। ‘মেরি ক্রিসমাস’ ১২ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ও তামিল ভাষায় আলাদা আলাদাভাবে শুটিং হয়েছে সিনেমাটির। দুই সংস্করণে দেখা যাবে ভিন্ন অভিনয় শিল্পীদের।