৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শেষ ষোলোতে রিয়ালের কঠিন প্রতিপক্ষ, বার্সার সহজ

প্রতিদিনের ডেস্ক
স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোর ড্র সোমবার অনুষ্ঠিত হয়েছে। এই রাউন্ডেই কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। ম্যাচটি হবে অ্যাটলেটিকোর ম্যাচে। তার মানে শেষ ষোলো থেকেই যেকোনো একটি দলকে বিদায় নিতে হবে। অন্যদিকে বার্সা পেয়েছে তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাস সালামাঙ্কাকে। অবশ্য ইউনিয়নিস্তাস লা লিগার দল ভিয়ারিয়ালকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তৃতীয় স্তরের একমাত্র দল হিসেবে তারা এখনও টিকে আছে কোপা ডেল রের লড়াইয়ে।অন্যদিকে রাউন্ড ৩২-এর খেলায় বার্সেলোনাকে বেশ লড়াই করতে হয়েছে চতুর্থ স্তরের দল বার্বাস্ত্রোর বিপক্ষে। শেষ পর্যন্ত তারা ৩-২ গোলে জিতে শেষ ষোলোর টিকিট পায়। ইউনিয়নিস্তাসের বাইরে সেগুন্দা বিভাগ থেকে আছে কেবল টেনেরিফ। তাদের শেষ ষোলোতে লড়বে হবে মায়োর্কার বিপক্ষে। জিরোনা শেষ ষোলোতে পেয়েছে রায়ো ভায়োকানোকে। ২৩ বারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিক ক্লাব পেয়েছে আলাভেসকে। অ্যাথলেটিকের চেয়ে কেবল বার্সেলোনা বেশি শিরোপা জিতেছে কোপা ডেল রের। তাদের শোকেসে রয়েছে ৩১টি শিরোপা। সবশেষ কাতালানরা ২০২১ সালে জিতেছিল এই শিরোপা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শোকেসে রয়েছে ২০টি ট্রফি। শেষ ষোলোর ম্যাচগুলো আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শেষ ষোলোর সময়সূচি: টেনেরিফ-মায়োর্কা (১৬ জানুয়ারি), গেটাফে-সেভিয়া (১৬ জানুয়ারি), ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ (১৬ জানুয়ারি), অ্যাথলেটিক ক্লাব বনাম আলাভেস (১৬ জানুয়ারি), ইউনিয়নিস্তাস-বার্সেলোনা (১৭ জানুয়ারি), ভ্যালেন্সিয়া-সেল্টা ভিগো (১৭ জানুয়ারি), জিরোনা-রায়ো ভায়োকানো (১৭ জানুয়ারি), অ্যাটলেটিকো-রিয়াল মাদ্রিদ (১৮ জানুয়ারি)।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়