২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়বে যেভাবে

প্রতিদিনের ডেস্ক
নিত্যদিনের বিভিন্ন কাজ সম্পাদনে ল্যাপটপ এখন অন্যতম একটি ডিভাইস হয়ে পড়েছে। পড়াশোনা থেকে শুরু করে ব্যক্তিগত ও অফিশিয়াল কাজসহ বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ বাইরে নিয়ে যেতে হয়। এসব মু্হূর্তে ব্যাটারি লাইফ বা ব্যাকআপ না পাওয়া কষ্টকর। তাই দীর্ঘদিন ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে বলে পিসিম্যাগ সূত্রে জানা গেছে।
ল্যাপটপের ব্যাটারি একদম খালি করে ফেলা যাবে না। একবারে খালি করা হলে ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হয়, চার্জ হতে সময় লাগে এবং চার্জ ধরে রাখার সক্ষমতা কমে যায়। আবার ব্যাটারি শতভাগ চার্জও দেয়া যাবে না। এতেও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। চার্জ ৮০ শতাংশে আসার পর চার্জ দেয়া বন্ধ করে দিতে হবে।
ল্যাপটপ ব্যাটারিতে চলার সময় নিজেই তাপ উৎপন্ন করে। তাই ব্যবহারের সময় ডিভাইস গরম জায়গায় রাখা যাবে না। অতিরিক্ত তাপমাত্রায় ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দীর্ঘ সময় একটানা ল্যাপটপ ব্যবহার করা যাবে না। ১০-১৫ মিনিটের বিরতি দিয়ে কাজ করা ভালো।
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় অ্যাপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়