প্রতিদিনের ডেস্ক
পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। সঙ্গে ভবিষ্যৎ ক্লাব নিয়ে চলমান রয়েছে গুঞ্জন! এমবাপ্পে অবশ্য কিছুদিন আগে পরিষ্কার কিছু বলেননি। সর্বশেষ পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানালেন, এমবাপ্পেকে প্যারিসেই চান তিনি। পাশাপাশি তাকে উজ্জীবিত করার জন্য বলেছেন, এটাই তার জন্য সেরা ক্লাব।
আগামী জুনের শেষে পিএসজির সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যাবে এমবাপ্পের। তখন নতুন কোনও ক্লাবে সই করতে আর কোনও বাধা থাকবে না। এমন পরিস্থিতিতে আল খেলাইফি আরএমসি রেডিওকে বলেছেন, ‘আমি গোপন করবো না যে কিলিয়ানকে আমরা এখানেই চাই। বিশ্বের সেরা খেলোয়াড় সে। ফলে তার জন্য প্যারিসই সেরা ক্লাব।’
কাড়ি কাড়ি টাকা খরচ করে এখনও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি ফরাসি জায়ান্টরা। ২০১১ সালে কাতারি মালিক এই ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের চেষ্টা চলমান রয়েছে। তবু ভাগ্য বদলাচ্ছে না তাদের। এই অবস্থায় এমবাপ্পেকে নিয়ে জোর গুঞ্জন তিনি হয়তো ১৪বারের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেই ভবিষ্যৎ গন্তব্য ঠিক করেছেন। কিন্তু পিএসজি প্রেসিডেন্ট মনে করেন, ‘এখানে তার জন্য বিশ্বের সেরা ট্রেনিং সেন্টার আছে। আছে সেরা কোচ (লুই এনরিকে)।’
এমবাপ্পের চুক্তির সঙ্গে জড়িত একটি সূত্র এএফপিকে গত সপ্তাহে জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ড পিএসজি ছেড়ে যওয়ার জন্য মোটা অঙ্কের বোনাস মওকুফ করতে রাজি আছেন। ফরাসি তারকা পিএসজিতে চুক্তি নবায়ন করেছেন ২০২২ সালে। যাতে বার্ষিক বেতন ধরা হয়েছে ৭ কোটি ২০ লাখ ইউরো। সাইনিং বোনাস হিসেবে পেয়েছেন ১৫ কোটি ইউরো। আনুগত্য বোনাসও নাকি বেড়েছে এই সময়। ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, এক বছরে সেটি ৭ কোটি ইউরো থেকে বেড়ে তৃতীয় বছরে ৯ কোটি ইউরো ধরা হয়েছে। তবে আল খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পের থাকা না থাকা কোনওভাবেই টাকার সঙ্গে সম্পর্কিত নয়।