২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কড়া জবাব

প্রতিদিনের ডেস্ক
বক্স অফিসে রেকর্ড সাফল্য রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির। তবে সমালোচকরা কিন্তু এই ছবিকে দরাজ প্রশংসা করার বদলে কটাক্ষই করেছেন। একদিকে ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা হলেও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেভাবে ‘অ্যানিম্যাল’-এ নারীবিদ্বেষ দেখিয়েছেন, তা সমাজের ক্ষেত্রে মোটেই ভালো নয় বলে মনে করছেন সমালোচকদের একাংশ। ঠিক যেমন, ‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্য ও জুতা চাটার সংলাপকে তীব্র নিন্দা করেছেন জাভেদ আখতার। তার কথায়, এই ধরনের সংলাপ নারীদের অসম্মান করে। আর এবার এই একই দৃশ্য ও সংলাপের বিরুদ্ধে মুখ খুললেন কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রী জনৈক নেটিজেনের টুইট শেয়ার করেছেন। যেখানে নেটিজেন, কঙ্গনার ফ্লপ ছবি ‘তেজস’-এর প্রশংসায় পঞ্চমুখ। সেই টুইট শেয়ার করে কঙ্গনা লিখলেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে।
আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে। কিন্তু কষ্ট হলো দর্শকরাও আজকাল চায় নায়কের জুতো চাটুক নায়িকারা। এমন অবস্থা চললে, হয়তো ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে। কঙ্গনার এমন কড়া জবাবে বিরোধী পক্ষ এখন পর্যন্ত মুখ খুলেনি। পহেলা ডিসেম্বর মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুললেও এই ছবি নিয়ে চর্চার অন্ত নেই। শুধু তাই নয়, মুক্তির মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচ বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। এদিকে কঙ্গনা নারীনির্ভর চরিত্রের জন্য খ্যাতি কুড়িয়েছেন গত কয়েক বছর ধরে। এমনকি একাধিকবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়