৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গাবুরায় চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় এলাকাবাসী কর্তৃক নদীর চরের গাছ কর্তনের মহোৎসব চালানো প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকল ১১ টায় উপজেলার পরিবেশ বাদি সংগঠন সমূহের আয়োজনে গাবুরা ইউনিয়নের চাঁদনীমূখা বাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন হয়।জলবায়ু কর্মী এস এম শাহিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাবুরা ইউপি প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম,৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জিএম মনজুর হোসেন, চাঁদনীমূখা মাদ্রাসার শিক্ষক মোঃ আবু তালিব, জলবায়ু কর্মী শামিম হোসেন, স্বেচ্ছাসেবক আশিকুর রহমান, স্বেচ্ছাসেবক ইমাম হোসেন, এলাকাবাসী ইয়াছিন আরাফাত,গ্ৰামবাসী ফুয়াদ প্রমূখ। বক্তারা বলেন সরকার গাবুরায় মানুষের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে বড় বড় মেঘা প্রকল্প দিচ্ছে কিন্তু গাবুরায় কিছু কতিপয় লোকজন সেই উন্নয়ন কে বাধাগ্ৰাস্থ করে সামাজিক বন নিধনের মহোৎসব চালাচ্ছে।সামাজিক বন বেড়িবাঁধকে বরাবরই রক্ষা আসছে কিন্তু সেই বন ধ্বংস করতে মায়িকিং করে গাছ কাটার মতো নৈরাজ্য চালাচ্ছে। উল্লেখ্য গাবুরার সবথেকে বড় সামাজিক বন চাঁদনীমূখা বাজার থেকে শুরু করে ৯নং সোরা গ্ৰাম প্রর্যন্ত এই বনে গতকাল গাছ কাটার খবর ইউপি সদস্য উপজেলা প্রশাসনকে জানালে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ঘটনা প্রদর্শন করে কর্তনকৃত গাছ ইউপি সদস্যের কাছে জিম্মায় দিয়ে যায় কিন্তু কর্তনকারীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।মানববন্ধনের সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়