এসকে সুজয়, নড়াইল
নড়াইলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন,আওয়ামীলীগ নেতা চন্দ্র শেখর কুন্ডু, ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম ফকিরসহ আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।