প্রতিদিনের ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারে যোগ দিতে চেয়েছিলেন তিনি। তবে তার প্রচারমূলক পোস্টে ভুলভাবে ভারতীয় দ্বীপের পরিবর্তে মালদ্বীপের একটি ছবি পোস্ট হয়। যার ফলে তাকে টুইটার ব্যবহারকারীদের কাছে চরম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। পরে বুঝতে পেরে নিজেই পোস্টটি মুছে ফেলেন তিনি।