১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভোটারদের আস্থার প্রতিদান দিতে চান ফেরদৌস

প্রতিদিনের ডেস্ক
দল ও ভোটাররা যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো। আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।
তিনি বলেন, ঢাকা-১০ এর আওয়ামী লীগ নেতাকর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার চেষ্টা করবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়