প্রতিদিনের ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মো. ইসরাইলের ছেলে খাইরুল ইসলাম ও তার স্ত্রী লালবানু (লাইলী)।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম মো. জসিম। তিনি নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মার্চ সদর উপজেলার পলশা মিশন বাজারে জসিমকে জোর করে বাস থেকে নামিয়ে গাছে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটান খাইরুল ইসলাম ও তার স্ত্রী লাইলী। এতে জসিমের মৃত্যু হয়।
ঘটনার দিন ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন জসিমের বাবা আমির আলী। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রায়ে দুজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন আদালত।