২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

চিকিৎসা একটি নাগরিক অধিকার। মানুষ হাসপাতালে যায় আরোগ্য লাভের আশায়। কিন্তু পরিস্থিতি এখন এমন যে, নিরাময়যোগ্য রোগব্যাধি নিয়ে হাসপাতালে গেলেও এখন অপচিকিৎসার শিকার হয়ে ফিরতে হয় লাশ হয়ে। চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু প্রায়ই গণমাধ্যমে আসছে। গতকাল আমাদের সময়ের এক প্রতিবেদনে জানা যায়, গত ৩১ ডিসেম্বর খতনা করাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু আয়ানকে। সেখানে তাকে খতনা-পূর্ববর্তী অ্যানেসথেসিয়া দেওয়া হয়। কথা ছিল ৩০ মিনিট পর স্বাভাবিক অবস্থায় ফিরবে আয়ান। কিন্তু চার দিন পেরিয়ে যাওয়ার পরও তার জ্ঞান ফেরেনি। পরে একই গ্রুপের অন্য শাখায় নিয়ে গেলে সেখানে আট দিন ধরে চিকিৎসাধীন ছিল আয়ান। রবিবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটির পরিবারের অভিযোগ, আয়ানের ভুল চিকিৎসার অভিযোগ গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় ইউনাইটেড হাসপাতাল চাপ অনুভব করে। তাই মারা যাওয়া সত্ত্বেও গণমাধ্যমের চোখ এড়াতে মৃত ঘোষণার জন্য নির্বাচনের দিনকে বেছে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশ্ন হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার নামে কেন গাফিলতি করল? তাদের দায় এড়িয়ে যাওয়ার জন্য কি এমন নাটক সাজিয়েছে? তারা কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। আয়ানের চিকিৎসার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এভাবেই হাসপাতালে ভুল চিকিৎসা-গাফিলতিতে রোগীরা নানাভাবে ক্ষতির শিকার হন, অনেক সময় মৃত্যুর কারণ ঘটাচ্ছে। কিন্তু গুরুতর এসব ঘটনার সঠিক তদন্ত নেই, দোষীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হয় না। ফলে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। মানুষের এই মৌলিক অধিকার নিশ্চিত করা একটি গণতাস্ত্রিক সরকারের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্ট পেশায় নিয়োজিতদের দায়িত্বও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল চিকিৎসার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বাস্থ্য প্রশাসনের বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেওয়া উচিত। তাদের নিশ্চিত করতে হবে একজন রোগীও যাতে অবহেলা ও ভুল চিকিৎসার শিকার না হন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়