২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউ মডার্ন ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। শিশুটির বাবা উপজেলার নিউ মডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করেন। স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিল। এ সময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়