২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নদী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় তার মামা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সদর উপজেলার ঘুরুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নদী ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে। নিহতের ভাই রানা বলেন, আমি বাড়িতে ছিলাম। আমার মামা তাকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে ঘুরুলিয়া বাজারে পৌঁছালে সামনের দিক থেকে একটি মাটির ট্রাক তাদেরকে চাপা দেয়। এসময় নদী ট্রাকের চাকার নীচে পড়ে। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নদীকে মৃত ঘোষণা করেন। মামাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানানো হবে বলে তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়