৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

লিপন দাসের পরিবার পেল নতুন ঘর

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামের একই পরিবারের তিন ভাই বোন প্রতিবন্ধী ।বড় ভাই লিপন দাসের (৩৮) এক পায়ে সমস্যা ।তবু তাকে ভ্যানগাড়ি চালিয়ে দুই যুগের বেশি সময় বিছানায় পড়ে থাকা লিপি দাস (২৭) শিমুল দাস সহ (২৩) নিজের পরিবারের জন্য প্রতিনিয়ত ভ্যানগাড়ি চালাতো। অসহায় এ পরিবারের দূরঅবস্থার কথা শুনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের তত্বাবধান ও আর্থিক সহায়তা,কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডুর সহযোগীতা ,সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগীতা ,সিংগী গ্রামের তরিকুল ইসলাম তুহিনের সহযোগীতা ,রায়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলামসহ নানা জনের সহযোগীতায় প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় নতুন পাকা ঘর। ঘরটি ১১ জানুয়ারী লিপন দাসের পরিবারের কাছে হস্তান্তর করেন ,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডু ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন ,সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস। নতুন ঘর পেয়ে লিপন দাস জানান , নতুন এ ঘর পেয়ে আমি অনেক খুশি । এবার আমার ভাই বোনদের নিয়ে ভালভাবে থাকতে পারবো । নতুন ঘর হস্তান্তর শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন,আজ তাদের কাছে নতুন ঘরটি হস্তান্তর করে আমি আনন্দিত । পরিবারটির প্রতি আমি খেয়াল রাখবো । কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডু জানান ,এ পরিবারটির আরো সহযোগীতা হলে ভাল হয় সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবো ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়