১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তর সইছে না কৌশানির

প্রতিদিনের ডেস্ক
কয়েক বছর ধরে বনি সেনগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কৌশানি মুখার্জি। সুযোগ পেলেই দু’জনে অবকাশ কাটাতে উড়াল দিচ্ছেন দেশ-বিদেশ। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রকাশ করছেন। বলা যায়, জীবনটা উপভোগ করছেন তারা। এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের খবর জানতে মুখিয়ে আছেন অনুরাগীরা। ঘুরেফিরে কেবল একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন বনি-কৌশানি! তবে এবার বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি। সমপ্রতি তিনি জানিয়েছেন, বিয়ের জন্য তর সইছে না তার। কিন্তু তার জন্য অন্তত এ বছরটি অপেক্ষা করতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি স্লাইডার থেকে গড়িয়ে নামছেন নায়িকা।
বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে। ভিডিওর ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্যদিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনো ছোট থাকতে পেরে খুশি।’ কৌশানির ভিডিও দেখে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। ভালো-মন্দ সব ধরনের কথা বলেছেন তারা। ২০২৩ সালে প্রথমবার ওয়েব সিরিজে কৌশানিকে দেখেন দর্শক। শেষ তাকে দর্শক দেখেছিল ‘ডাল বাটি চুরমা’ ছবিতে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন ছবির কাজ শুরু করবেন কৌশানি। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। এতেও দেখা যাবে বনির সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়