প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কর্তৃক ইয়েমেনে হুতি যোদ্ধাদের ওপর হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করছে একদল বিক্ষোভকারী। ডাব্লিউটিটিজি টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ‘ইয়েমেনকে বাঁচতে দাও’ এবং ‘হ্যান্ডস অফ ইয়েমেন’ স্লোগান দিচ্ছেন। এই বিক্ষোভটি যুদ্ধবিরোধী গ্রুপ কোড পিঙ্ক এবং উত্তর জোটের মাধ্যমে সংগঠিত হয়েছে বলে মনে হয়। খবর বিবিসির। জোটটির এক্সে পোস্ট করা অন্য ভিডিওতে দেখা যায়, রাতে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে আরেকটি যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। এদিকে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোয়ালিশন একটি যৌথ বিবৃতি দিয়ে বলছে এই হামলা ছিল আত্মরক্ষার জন্য। বিবৃতিতে হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিস্তৃত ঐকমত্য’ উদ্ধৃত করা হয়েছে। তারা গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন উল্লেখ করেছে, যাতে বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজে তাদের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।