৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

প্রতিদিনের ডেস্ক
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. শমসের ফকির (৮০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন।শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।এ বিষয়ে কারারক্ষী আনিছ বলেন, সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শমসের ফকিরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শমসের ফকিরের হাজতি নম্বর ৯২০০/১৮। তার বাবার নাম মৃত আরফান আলী।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়