মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আশিকুর রহমান নামে এক যুবককে মারপিট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার থানায় এ অভিযোগ করেন আশিকুর রহমান। আশিকুর রহমান অভিযোগ করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। এমনকি তার সাথে শারিরীক সম্পর্ক করতে প্রস্তাব। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আশিকুর রহমানকে শহরের বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানের পিছনে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীক নির্যাতন করে। এসময় ওই যুবককে ইলেকট্রিক স্টিক দিয়ে বৈদ্যুতিক শর্ট দেয় এবং মুখে ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এমনকি তাকে খুনের হুমকি দেন বলে জানান করেন ওই যুবক। ভুক্তভোগী ওই যুবক বলেন, আমি হিজরা না। হরমোনের সমস্যা আছে। তার কারণে বিভিন্ন যাত্রা ও মঞ্চে নাচ গান করে খায় । এতে যে টাকা পয়সা পায়, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। সেই সাথে ভাইস চেয়ারম্যান তাকে অনৈতিক ও শারিরীক সম্পর্ক করতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় পিংকি তাকে নির্যাতন করেছেন। এর আগে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে চুল কেটে দিয়েছে। আমার বন্ধু দের কেউ নির্যাতন করেছে। তিনি আরও বলেন, অভিযোগ দায়ের করার পর থেকে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। হুমকি ধামকি দিচ্ছে ইয়াব,ফেন্সিডিল দিয়ে ধরিয়ে দিবে। ভাইস চেয়ারম্যান কি আইনের ঊর্ধে, যা বলবেন সব মেনে নিতে হবে! তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আশিকুর রহমান কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের মৃত ইকবাল হোসনের ছেলে। এবিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ‘ওকে পুশেছি আমি। আশিকুর আমার ছেলে হয়। আমি তাকে বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে সহায়তা করি। কল পুঁতে দিয়েছি। বাড়ি করতে ইট কিনে দিতে চেয়েছি। শাসনের জন্য একটা চড় মেরেছি। এটা নিয়ে থানায় কোনো অভিযোগ হয়েছে কি আমার জানা নেই। সামনে আবার নির্বাচন করবো তার কারণে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’ কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শারমিন আক্তার অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে আশিকুর নামে একজন অভিযোগ দিয়ে গেছে। বিষয়টি ওসি স্যারকে অবগত করেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করাবে।’ অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ জানান, ‘এটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্তে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।’