১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

চরম হেনস্তার শিকার আয়েশা

প্রতিদিনের ডেস্ক
বিগ বসের ঘর মানেই তর্ক-বিতর্ক-হাঁড়ির খবর ফাঁস হওয়া। কেচ্ছা-কেলেঙ্কারির সবটাই হয় এখানে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে শাশুড়ির মন্তব্য হয়ে উঠেছে এখন বিনোদনের চর্চিত খবর। এর মাঝেই বোমা ফাটালেন বিগ বসের ঘরের আরও এক প্রতিযোগী আয়েশা খান।

মুন্নাওয়ার ফারুকির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিগ বসের ঘরে ভিকি, অঙ্কিতা, অভিষেকের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব মুন্নাওয়ারের। সেই সময়ই গোপন কথা ফাঁস করলেন আয়েশা। বললেন মাত্র ৯ বছর বয়সে মুন্নাওয়ার ফারুকি দ্বারা কীভাবে চরম হেনস্তার শিকার হয়েছিলেন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন।

আয়েশা বলেন, আমি জানি আমাকে কী শুনতে হয়েছিল। আমার সঙ্গে সম্পর্কে থেকেও একাধিক প্রেমিকা ছিল ওর জীবনে। আমার মনে হয় যেটা আমি বলতে চাইছি সেটা সকলে বুঝতে পারছেন। এই ঘটনা আমাকে একেবারে শেষ করে দিয়েছিল।

মাত্র ৯ বছর বয়সে চরম হেনস্তার শিকার হয়েছিলাম। যার জন্য আমি উঠে দাঁড়াতে পারতাম না। সেই সময় আমি কাউকে কিছু বলতে পারিনি। শুধু মনে হতো আমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। এরপরও যখন আমি মুখ খুলি তখনো আমাকে ও দোষারোপ করে বলে যে লাইমলাইটে থাকার জন্য এটা করছি।

আমার এই অবস্থা দেখে মা-বাবার ঘুম উড়ে গিয়েছিল। মুন্নাওয়ার একসঙ্গে অনেকের সঙ্গে ডেট করেছেন। কাউকে আবার বিয়েও করেছেন। আয়েশা মুন্নাওয়ার কুকীর্তি সম্পর্কে আরও বলেন, প্রত্যেককে মিথ্যা বলতেন। মিউজিক ভিডিওতে কাজের জন্য ডাকতেন। তাদেরকেই বিয়ের প্রস্তাব দিতেন। বিগ বসের ঘরে মুন্নাওয়ারের কেচ্ছা ফাঁস হতেই কান্নায় ভেঙে পড়েন। আয়েশার কাছে ক্ষমা চান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়