প্রতিদিনের ডেস্ক
চলতি বছর নতুন সুইচ কনলোস আনতে পারে জাপানের বহুজাতিক ভিডিও গেম কোম্পানি নিনতেনদো। সম্প্রতি সিএনবিসিকে এ বিষয়ে জানিয়েছেন এক বিশ্লেষক। মূলত কোম্পানিটি মারিও থেকে জেলদাসহ বিভিন্ন গেমে নিজেদের পরিধি বাড়াতে এ উদ্যোগ নিয়েছে।
২০১৭ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম বাজারে আসে নিনতেনদো সুইচ। সে সময় এটি গেমারদের জন্য অন্যতম হাইব্রিড কনসোল হিসেবে আত্মপ্রকাশ করে। এর মাধ্যমে টেলিভিশনের পাশাপাশি ট্যাবলেটের সঙ্গে কন্ট্রোলার যুক্ত করে গেম খেলা যায়। বাজারে উন্মোচনের পর থেকে নিনতেনদো ১৩ কোটি ২৪ লাখ ইউনিটের বেশি সুইচ ডিভাইস বিক্রি করেছে, যা বিক্রির দিক থেকে শীর্ষে থাকা নিনতেনদো ডিএসের পর দ্বিতীয় সর্বোচ্চ। সুইচ ডিভাইস বাজারজাতের পর থেকে নিনতেনদোর শেয়ার ২০০ শতাংশের ওপরে ছিল। কনসোলটি কোম্পানির বার্ষিক বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণx অবদান রেখেছে। সুইচ ডিভাইসের জন্য মারিও, জেলদা ও পোকেমন গেমের বিক্রিও ছিল শীর্ষে। তবে একটি ডিভাইসের মাধ্যমে বাজারে টিকে থাকা কঠিন হয়ে উঠছিল বলে জানিয়েছেন বিশ্লেষকরা। গত বছরের সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে নিনতেনদোর মুনাফা বছরওয়ারি হিসেবে ৪ ও আয় ১৯ শতাংশ কমেছে বলে কোম্পানি সূত্রে জানা যায়। টোকিওভিত্তিক গেম কনসালট্যান্সি কান্তান গেমসের প্রধান নির্বাহী সারকান টোটো সিএনবিসিকে জানান, ২০২৪ সালে হয়তো নতুন ডিভাইস আসতে পারে। খুব সম্ভবত তা বছরের দ্বিতীয়ার্ধে। তিনি বলেন, ‘প্রথম সুইচ ডিভাইসের বয়স সাত বছরের বেশি। এর বিক্রিও কমছে। তাই নতুন নিনতেনদো সিস্টেম উন্মোচনের এখনই সময়।’ অ্যাম্পেয়ার অ্যানালাইসিসের গেমিং বিভাগের গবেষণা পরিচালক পিয়ারস হার্ডিং রোলসের আশা, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে হয়তো নতুন সুইচ ডিভাইস আনতে পারে নিনতেনদো।