প্রতিদিনের ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এ নিয়ে টানা তিন দিন ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন সাতজন।
চলতি বছরের প্রথম ১২ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৬ জন এবং ঢাকার বাইরে ৩৮১ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। আর চলতি বছর এ রোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।