২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

রফিকুল হক দাদুভাই পুরস্কার পাচ্ছেন যারা

প্রতিদিনের ডেস্ক
খ্যাতিমান শিশুসাহিত্যিক প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের নামে প্রবর্তিত ‘রফিকুল হক দাদুভাই পুরস্কার-২০২৪’ ঘোষণা করা হয়েছে। তাঁর ৮৮তম জন্মদিন উপলক্ষে এবার ৮ ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনীত করেছে ‘রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদ’।
এবার পুরস্কার পাচ্ছেন চিত্রশিল্পী রফিকুন নবী, আব্দুর রহমান, সাহানা বেগম, কবি আসলাম সানী, আমীরুল ইসলাম, রিফাত নিগার শাপলা, আহমেদ উল্লাহ ও আমিরুল মোমেনীন মানিক।
আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ অর্থ দেওয়া হবে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক খায়রুল আলম সবুজ। অনুষ্ঠানে দাদুভাইয়ের স্মরণে ছড়া, আবৃত্তি, গান ও আড্ডার আয়োজন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়