১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইনজুরিতে কপাল পুড়লো ক্লার্কসনের, সিরিজের মাঝপথে স্কোয়াডে ইয়াং

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে ডানিদিনে আগামী ১৭ জানুয়ারির এই ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় স্কোয়াডে ছিলেন জস ক্লার্কসন। তবে কাঁধের ইনজুুরিতে পড়ে আর অভিষিক্ত হওয়া হলো না ক্লার্কসনের। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে উইল ইয়াংকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেললেও এখনো হাঁটুতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা বাকি উইলিয়ামসনের। ১৭ জানুয়ারি এই ডানহাতি ব্যাটারের হাঁটু পর্যবেক্ষণের অংশ হিসেবে আরও একটি পরীক্ষা চালানো হবে। যে কারণে উইলিয়ামসনের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছিল ক্লার্কসনকে। তবে শেষ দুটি ম্যাচে খেলবেন উইলিয়ামসন। দলে নতুন করে জায়গা পাওয়া ইয়াং নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ গড়ে রান করেছেন ২৬০। টি-টোয়েন্টিতে গড় স্ট্রাইকরেট থেকে তার স্ট্রাইকরেটও অনেক কম। যেখানে টি-টোয়েন্টিতে গড় স্ট্রাইকরেট ১৩৩.৮৩, সেখানে ইয়াং ব্যাট করছেন ১০২.৩৬ স্ট্রাইকরেটে। এদিকে গতকাল সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের দুর্দান্ত ফিফটিতে ২০ ওভারে ২২৬ রান তোলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের একমাত্র ফিফটিতে ২ ওভার বাকি থাকতেই ১৮০ রানে অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়