২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

একই চরিত্রে বন্যা-সুষমা

প্রতিদিনের ডেস্ক
বন্যা মির্জা। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য সফল নাটকে অভিনয় করেছেন তিনি। এখন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে দেশে আসেন। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি নিয়মিত মঞ্চে অভিনয় করতেন এই অভিনেত্রী। ‘দেশ নাটক’ এর নিয়মিত কর্মী তিনি। মাঝে বিরতি নিয়েছিলেন মঞ্চ নাটকে। পুনরায় নতুন মঞ্চনাটকে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘পারো’।
এটি দেশ নাটকের নতুন প্রযোজনা। প্রযোজনাটির নাট্যকার ও নির্দেশক দেশ নাটকের কর্ণধার নাট্যজন মাসুম রেজা। এ নাটকে বন্যা মির্জা ছাড়াও অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী সুষমা সরকার। দু’জনই একই চরিত্রে অভিনয় করবেন। একজন একটি শো করলে, অপরটি করবেন আরেকজন। বন্যা ও সুষমা অভিনীত নাটকটি মঞ্চে আসবে শিগগিরই। বন্যা গেল বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে বলেছিলেন, বছরের শেষে নতুন উপহার। আমি সম্মানিত, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ নাট্যকার আমার জন্য নাটক লিখেছেন। কাজটি করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। ‘পারো’ নাটকটি ‘দেশ নাটক’র ২৫তম প্রযোজনা। সুষমা সরকারর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন নিয়মিত। চলচ্চিত্রেও মনোযোগী তিনি। প্রসঙ্গত, এই দুই অভিনেত্রী মঞ্চে এর আগে একসঙ্গে অভিনয় করেছেন। তবে ‘পারো’ নাটকটির একই চরিত্রে তারা এবারই প্রথম অভিনয় করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়