প্রতিদিনের ডেস্ক
আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন সর্বত্র। প্রকাশ্যে প্রেম নিয়ে কোনো কথা না বললেও বিভিন্ন জায়গায় একসঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন দু’জনেই। করণ জোহরের শো-তে এসে নিজেদের সম্পর্ককে উড়িয়ে না দিলেও প্রকাশ্যে স্বীকারও করেননি তারা। একসঙ্গে বিদেশে নাকি ঘুরতেও গিয়েছিলেন এ জুটি। তাই অনন্যা বা আদিত্যকে সামনে পেলে বার বারই উঠে আসে তাদের প্রেমের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যাকে প্রশ্ন করা হয়, সম্পর্ককে সকলের সামনে ঘোষণা করার আদর্শ সময় কোনটা? চুপ না থেকে নায়িকা সঙ্গে সঙ্গে বলেন, আমার মনে হয় যারা সম্পর্কে রয়েছেন- সেই দুই ব্যক্তি যখন মনে করবেন যে, এ বার তারা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে জানাতে পারেন তখনই ঘোষণা করা উচিত। পরিবার বা কারও চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। চাপ কখনো মঙ্গল বয়ে আনে না। আমি নিজেও চাপে নেই। এগুলো মাথায়ই নেই না।
গেল বছর নিজের জন্মদিন আদিত্যের সঙ্গেই কাটিয়েছিলেন অনন্যা। শুধু তাই-ই নয়, বর্ষবরণের জন্যও আদিত্যের হাত ধরেই ছুটি কাটাতে গিয়েছিলেন চাঙ্কিপাণ্ডে কন্যা। ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসছেন এ যুগল। উল্লেখ্য, অনন্যার মা ভাবনা পাণ্ডে নাকি তেমন পছন্দ করেন না আদিত্যকে। নতুন বছরে মেয়ের চর্চিত প্রেমিকের থেকে দূরত্ব আরও বাড়িয়েছেন ভাবনা। খবর, ইনস্টাগ্রামে আদিত্যকে সম্প্রতি আনফলো করেছেন তিনি।