উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
রোববার যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর আগমন উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাঁপা ইউনিয়ন পরিষদ বারবার নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টু, জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, ঝাঁপা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা প্রমুখ। এ অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়নের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।