৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১২

প্রতিদিনের ডেস্ক
নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) শেষ রাতের দিকে এই বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন ভারতীয় আছেন বলে জানিয়েছে নেপালি পুলিশ। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।
ভয়াবহ এই বাস দুর্ঘটনার বর্ণনা দিয়ে ভালুবাং অঞ্চলের চিফ ইন্সপেক্টর অফ পুলিশ উজ্জ্বল বাহাদুর সিং বলেন, যাত্রীবাহী বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এমন সময় ব্রিজ থেকে উল্টে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায়।
নিহতদের পরিচয় শনাক্ত করতে গিয়ে উজ্জ্বল বাহাদুর সিং বলেন, ডাং জেলার ভালুবাং এলাকায় বাস দুর্ঘটনায় নিহত সবার পরিচয় শনাক্ত যায়নি। এখন পর্যন্ত তাদের মধ্যে মাত্র আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুইজন ভারতীয়ও রয়েছেন।
ভালুবাং অঞ্চলের পুলিশের মাধ্যমে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসে থাকা আরও ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।জানা গেছে, নেপালের বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় দুইজন হলেন, বিহারের মালাহি থেকে আসা ৬৭ বছর বয়সী যোগেন্দ্র রাম এবং উত্তর প্রদেশে থেকে আসা ৩১ বছর বয়সী মুনে।
ভালুবাং অঞ্চলের চিফ ইন্সপেক্টর অফ পুলিশ জানিয়েছেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়