বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা পলিটেকনিক্যাল কলেজের সামনে শনিবার বিকেল চারটায় সড়ক দুর্ঘটনায় রূপম সরদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রূপম গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের একমাত্র ছেলে। পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলযোগে ছয় বন্ধু দ্রুত গতিতে খুলনা থেকে কাতিয়ানাংলা গ্রামের বাড়ি ফিরছিলেন। বটিয়াঘাটা বাসস্টান্ডের দক্ষিণ পাশে পলিটেকনিক্যাল কলেজের সামনে পৌঁছালে খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে রূপমের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। রূপম এবং তার পিছনে থাকা চাচাত ভাই ইশাদ হালদার (২০) ছিটকে রাস্তার উপর পড়ে যায়। রূপমের মাথায় মারাত্মক আঘাত লাগে। তাকে স্থানীয়রা দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইশাদের আঘাত সামান্য হওয়ায় সে প্রাণে বেঁচে যায়। মাত্র তিন মাস আগে চেয়ারম্যান আসলাম হালদার রূপমকে মোটরসাইকেলটি কিনে দেন। রূপম উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র।