১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিশেষ অভিযানে খুলনা সদর থানায় আটক ৮

খুলনা প্রতিনিধি
খুলনা সদর থানা পুলিশ গত চব্বিশ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ী এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৮ জন নারী-পুরুষকে আটক করেছে। খুলনা থানা পুলিশ সুত্রে জানা যায়, পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৩শ গ্রাম গাঁজাসহ সোনাডাঙ্গা থানার শিকদার শামছুল আলমের বাড়ীর ভাড়াটিয়া হানিফ হাওলাদার(১৯)কে আটক করা হয়। ৩৫ টি ছোট প্যাকেটে (৩ গ্রাম) হেরোইনসহ সদর থানার ৪নং গার্ড কলোনীর মোঃ ফারুক শেখের পুত্র মোঃ উজ্জল শেখ (২৮)কে আটক করেছে পুলিশ। আটক করা হয় নতুন বাজারের মোঃ কালাম হাওলাদারের পুত্র মোঃ রেজাউল হাওলাদার (৩০)কে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ গ্রাম গাঁজা। সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি ছোট প্যাকেট(৩ গ্রাম) হেরোইনসহ রুপসা থানার রাজাপুর এলাকার মোকবুল হাওলাদারের পুত্র মোঃ বিল্লাল হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। অপরদিকে খুলনা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন হোটেলে বিশেষ অভিযান পরিচালন করেন। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকা অবস্থায় ৪ জন নারী ও চারজন পুরুষ সহ ৮জন কে গ্রেফতার করে থানা পুলিশ। আটককৃতরা হলো খুলনার বটিয়াঘাটার কবির মোল্যার পুত্র বাসির মোল্যা(১৮), নড়াইল জেলার কালিয়া থানার আনোয়ার মোল্যার পুত্র আরিফুল মোল্যা(১৮), একই এলাকার আকসির শিকদারের পুত্র সজল আহমেদ(১৯),খুলনার পাইকগাছার নিখিল সরদারের পুত্র হৃদয় সরকার, খুলনার দৌলতপুর থানার দেয়ানা গ্রামের মিজানের কন্যা স্বপ্না(২৫), চুনির বটতলার আনসার সরদারের কন্যা প্রিয়া(২২), যশোর জেলার অভয়নগর থানার আইয়ুব আলীর কন্যা মেঘলা(২২) এবং পিরোজপুর জেলার নাজিরপুর থানার গরঘাটা গ্রামের আকতার খন্দকারের কন্যা রাকা(২৮)কে গ্রেফতার করে পৃথক পৃথক বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়