নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় আয়শা নামে দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সৎ মায়ের বিরুদ্ধে এ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি ) দুপুরে তার মৃত্যুর ঘটনা ঘটে। এদিন দুপুর ১টার দিকে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা পিন্টু ও সৎ মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয়রা বলেছে, শিশুটির সৎ মা তার মৃত্যুর পেছনে দায়ী। তাকে নানা কারণে মারপিট করতো তার সৎ মা। এদিন সকালে সামান্য কারণে আয়শাকে ব্যাপক মারপিট করা হয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে ও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপরও তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে ফেলে রাখা হয়। এরপর দুপুর ১টার দিকে হাসপাতালে নেবার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু এসব বিষয়ে শিশুটির বাবা ও সৎ মা দ্বিমত পোষণ করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ওই শিশুর মৃত্যুটি রহস্যজনক। এ ব্যাপারে তদন্ত চলছে। প্রাথমিকভাবে শিশুর বাবা পিন্টু ও মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।