প্রতিদিনের ডেস্ক
ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৪-এর আয়োজন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। গত সপ্তাহ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং যে কেউ এতে অংশ নিতে পারবে। মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ প্রতিভার বিকাশকে উৎসাহিত করতে এ উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করেছে অপো।
খ্যাতিমান বিচারক প্যানেলের সমন্বয়ে চলতি বছরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিচারকদের মধ্যে স্বনামধন্য ম্যাগনাম ফটোসের সদস্য, বেশ কয়েকজন হ্যাসেলব্লাড মাস্টার, একজন ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফারসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন।
অপোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রডাক্ট অফিসার পিট লাউ বলেন, ‘ইমেজিং টেকনোলজিতে অবিরাম উদ্ভাবনের মাধ্যমে, মোবাইল ফটোগ্রাফির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে অপো। দ্য অপো ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে আরো স্মার্টফোন ব্যহারকারীদের উৎসাহ জোগাতে চাই।’
ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, কালার্স, আনফেডিং মোমেন্ট, ফ্যাশন, স্ন্যাপশট, লাইট, ট্রাভেল ও কালেকশন—এ নয়টি ভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত হতে যাচ্ছে এবারের ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৪।
অপো ইমাজিন আইএফ মাস্টার (গোল্ড অ্যাওয়ার্ড) বিজয়ীর জন্য এ বছর পুরস্কার হিসেবে রয়েছে ২৪ হাজার মার্কিন ডলারের গ্র্যান্ড প্রাইজ এবং প্যারিস ফটোর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতে নিজের ছবি প্রদর্শনের সুযোগ। আরো রয়েছে বিশেষ ইভেন্টে অগ্রাধিকারের ভিত্তিতে অপো ফটোগ্রাফার হওয়ার জন্য স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ।
চারজন অপো সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী, ১০ জন অপো ব্রোঞ্জ অ্যাওয়ার্ড বিজয়ী এবং পাঁচজন ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীকেও পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অপোর ফটোগ্রাফিক প্রতিভাকে বিস্তৃত পরিসরে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাতে নয়টি ক্যাটাগরির প্রতিটিতে চারটি করে অনারেবল মেনশন ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ছবি জমা দিতে হবে।