প্রতিদিনের ডেস্ক
মাত্র দুই দিনের ব্যবধানে বিনোদন অঙ্গন কয়েকটি বিয়ের সংবাদ পেল। মৌসুমী হামিদ, ফারহান আহমেদ জোভানের পর, এবার বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পাত্র ছোট পর্দার অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। যিনি ‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা মলয়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন। বিয়ে বিষয়ে অর্ষা বলেন, গত ৬-৭ মাস ধরেই আমাদের বিয়ে নিয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু। আমাদের বোঝাপোড়াটা ভালো, দুই পরিবারেও কথাবার্তা চলছিল। এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে বাসায় ফিরে উঠে পড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে।
ছোট পরিসরে আমাদের বিয়েটা হলো। এদিকে অর্ষা ও ইমরান তাদের বিয়ের দিনটি আপাতত বলতে চান না। তারা জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।