প্রতিদিনের ডেস্ক
দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। এই সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এর আগে ১১ জানুয়ারি একজন মারা যান।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৮টি। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ০২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৪৭৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ