প্রতিদিনের ডেস্ক
যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে প্রতিনিয়ত কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে এবার টেক্সট ফরম্যাটিং টুল আনছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর টেকটাইমস।
টেক্সট মেসেজ করার ক্ষেত্রে অনেকের কাছে সবকিছু সাদামাটা মনে হতে পারে। তবে নতুন এ আপডেট মেসেজিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে মেসেজকে শুধু তথ্যপূর্ণ নয় পাশাপাশি প্রাপকের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরবে।
ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, নতুন কোনো ফিচারের তথ্য গোপন রাখার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ পারদর্শী। তবে অ্যাপটির বেটা ভার্সনের মাধ্যমে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। একই প্রতিবেদনে বলা হয়, শিগগিরই ব্যবহারকারীদের জন্য টেক্সট ফরম্যাটিং টুল আনতে যাচ্ছে, যা মেসেজিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে যে ফরম্যাটিং অপশনের কথা বলা হয়েছে সেখানে, কোড, কোট বা উদ্ধৃতি এমনকি তালিকাও যুক্ত করা যাবে। অর্থাৎ এর মাধ্যমে মেসেজে পাঠানো টেক্সট শুধু টেক্সট থাকবে না। এছাড়া বিভিন্ন তথ্য সংযোজনসহ অন্য কাজও করা যাবে। সব থেকে ভালো বিষয় হচ্ছে চ্যাট বারে মেসেজ লেখার সময় এ বিষয়গুলো যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে এরই মধ্যে এ ফিচারটি যুক্ত হয়েছে।