১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

নিজেকে সিঙ্গেল দাবি মধুমিতার

প্রতিদিনের ডেস্ক
২০১১ সালে স্টার জলসায় পর্দার এসেছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না।’ যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি-অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক হতে চললো। তবু এখনো যশ-মধুমিতা জুটিকে মিস করেন দর্শক। বর্তমানে দুজনেই ছোট পর্দার গণ্ডি টপকে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারো পর্দায় দেখা যাবে কিনা জানালেন মধুমিতা। অভিনেত্রী জানান, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে অভিনয় করবো। পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতার।
কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সঙ্গে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা জানান, ওকে ফোন করুন। ওই বলতে পারবে এটা। কারণ সে পরিচালক, তিনি গল্প ভাববেন, চরিত্র ভাববেন, সেখানে আমাকে মানাবে কিনা আগে ভাবুক। তারপর আমার কাছে গল্প এলে করা যায় কিনা দেখবো। কারও সঙ্গে ডেটিংয়ে যেতে চান কিনা এমন প্রশ্নে মধুমিতা বলেন, আমি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চাই। তবে সেটা কেবলই ঘোরা এবং কাজের উদ্দেশ্যে। এর মধ্যে অন্য উদ্দেশ্য নেই। আমি এখন সিঙ্গেল। বিয়ে করার জন্যও প্রস্তুত আছি। নতুন প্রেমও করতে রাজি আছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়